E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম বৃত্তি প্রদান 

২০২৫ নভেম্বর ০৪ ১৮:০৩:১২
নড়াইলে শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম বৃত্তি প্রদান 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় প্রয়াত শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবছর ট্রাস্ট থেকে বৃত্তি পেয়েছেন ২৭৪ জন শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মহসিন উদ্দিনের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মো: রবিউল ইসলাম।

এ বছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৪ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে তিনটি কলেজের ৪৪ জন, ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৩ জন, ১১টি মাদরাসার ৫১ জন ও একটি কারিগরি কলেজের ৩ জন প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ৫০০ টাকা করে এবং উচ্চশিক্ষায় ১৩ জন প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।

নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাসার সুমন, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো : তুহিন মোল্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা নাইমা আলম, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রেসমিনজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ও মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, হাজী মোজাম্মেল স্মরণী স্কুলের ৮ ম শ্রেণির শিক্ষার্থী হামিমা খানম, লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির ৭ ম শ্রেণির শিক্ষার্থী তানজিমুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

(আরএম/এসপি/নভেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test