E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল

২০২৫ নভেম্বর ০৬ ১৯:৩০:৩০
সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা- ৩ আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের ফুলতলা মোড়ে এসে শেষ হয়। এদিন বিকেলে ফুলতলা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, এরমন অনেক নেতা আছেন যারা ঈদে বাড়ি আসেন না। তারা জনগনের খোঁজ খবর নেন না। আন্দোলন সংগ্রামেও অংশ নেন না। কিন্তু আমি তো দুঃসময়েও নেতা কর্মীদের ছেড়ে যায়নি। আমি একজন রাজপথের যোদ্ধা। যে কারণে জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আগামি নির্বাচনে বিজয়ী হয়ে এ আসনটিকে জনাব তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

(আরকে/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test