E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাতক্ষীরা- ৩

‘গরিবের ডাক্তার’কে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আশাশুনিবাসীর

২০২৫ নভেম্বর ০৬ ১৯:৫৬:২৭
‘গরিবের ডাক্তার’কে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আশাশুনিবাসীর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা, জনপ্রিয় চিকিৎসক ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আশাশুনি ব্রিজ সংলগ্ন এলাকা কর্মী–সমর্থকদের উপস্থিতিতে রণক্ষেত্রে পরিণত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “কাজী নয়, শহিদুল চাই, গরিবের ডাক্তারকে মনোনয়ন দাও, হটাও কাজী, বাঁচাও ধানের শীষ।”

প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির নেতা আবু হেনা মোস্তফা কামাল, জাকির হোসেন প্রিন্স, জুলফিকার আলী জুলি, উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলামসহ ১১টি ইনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ডা. শহিদুল আলম কোনো ব্যক্তি-নির্ভর রাজনীতির নাম নয়, তিনি মানুষের আশা-ভরসার প্রতীক। তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অর্থে চিকিৎসা দিয়েছেন, বিনিময়ে কিছু চাননি। এমন প্রার্থীকে বঞ্চিত করে দল জনবিচ্ছিন্ন হতে পারে না।”

এদিকে একই সময় কালীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকাতেও বিক্ষুব্ধ নেতাকর্মীরা পৃথক সমাবেশ করেন। সেখানে ডা. শহিদুল আলমের সমর্থনে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়।

(আরকে/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test