E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে ফেনসিডিলসহ একজন গ্রেফতার

২০২৫ নভেম্বর ০৬ ২০:১৫:৩০
ফরিদপুরে ফেনসিডিলসহ একজন গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৪ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শেখ মো. হাসেম আলী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আতাদি এলাকার ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজার ঢাকাগামী সার্ভিস লেনের উত্তর পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০৪ বোতল ফেনসিডিল, একটি কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোনসহ রবিউল আহমেদ রুবেল (৩২)-কে গ্রেফতার করা হয়। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বেজপাড়া শংকরপুর কবরস্থান রোডের বাসিন্দা; পিতা মো. আকবর আলী ও মাতা মোসাম্মৎ বিনু বেগম।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের একটি বিশেষ দল অংশ নেয়। অভিযানে উদ্ধারকৃত ফেনসিডিল ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

(ডিসি/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test