E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় মশার কয়েলের আগুনে গবাদি পশু সহ তিনটি বসতঘর পুড়ে ছাই

২০২৫ নভেম্বর ১৪ ০০:৩৪:২৫
নগরকান্দায় মশার কয়েলের আগুনে গবাদি পশু সহ তিনটি বসতঘর পুড়ে ছাই

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় মশার কয়েলের আগুনে গবাদি পশু সহ তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে রাজু মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রাজু মোল্লার ছেলে নূর ইসলাম মোল্লা ও নুরুজ্জামান মোল্লার গরুর ঘরে মশারি টাঙিয়ে মশার কয়েল জ্বালানো হয়। কিছুক্ষণ পরেই কয়েল থেকে আগুন ধরে মুহূর্তের মধ্যেই তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি বসতঘর, দুইটি গরু, চারটি ছাগল, ধান, পাট, পেঁয়াজ ও নগদ অর্থসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, “সবকিছু পুড়ে গেছে—আমরা এখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছি।”

নগরকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রহমান বলেন, “আগুনে বসতঘর ও গবাদি পশু পুড়ে যাওয়ার খবর পেয়েছি। ইউএনও স্যারকে বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতার ব্যবস্থা করা হবে।”

(পিবি/এএস/নভেম্বর ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test