E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মানবজমিনের সাংবাদিক মিলন আর নেই

২০২৫ নভেম্বর ১৭ ১৪:৪৫:০১
মানবজমিনের সাংবাদিক মিলন আর নেই

রাজন্য রুহানি, জামালপুর : দৈনিক মানবজমিনের জামালপুর প্রতিনিধি, প্রেসক্লাব জামালপুর এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সিনিয়র সদস্য আনোয়ারুল ইসলাম মিলন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি দ্যা ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডেরও জেলা প্রতিনিধি ছিলেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের গেটপার এলাকায় নিজবাড়িতে অকস্মাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মিলনের স্ত্রী জান্নাত জানান, 'সকালে ঘুম থেকে ওঠে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।'

আনোয়ারুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি প্রেসক্লাব জামালপুর এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

প্রেসক্লাব জামালপুর এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, 'মিলন ভাই ছিলেন একজন সৎ, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। গতকালও তাঁর লেখা একটি সংবাদ প্রকাশিত হয়েছে। রাতেও আমাদের সাথে ফোনে কথা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর অকাল প্রয়াণে প্রেসক্লাব জামালপুর তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।'

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি বলেন, 'মিলন ভাই ছিলেন অত্যন্ত চৌকস ও মেধাবী সাংবাদিক। তাঁর ন্যায়নিষ্ঠতা ও কর্মজীবন ছিলো বর্ণাঢ্যময়। তাঁর অকাল প্রয়াণে আমরা মর্মাহত।'

আজ বাদ আছর জামালপুর পিটিআই মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।

(আরআর/এএস/নভেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test