E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাঝরাতে ঈশ্বরদী–কুষ্টিয়া মহাসড়কে বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি

২০২৫ নভেম্বর ১৭ ১৪:৫১:০৬
মাঝরাতে ঈশ্বরদী–কুষ্টিয়া মহাসড়কে বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর দাশুড়িয়া–কুষ্টিয়া মহাসড়কে মাঝরাতে বালু ফেলে সড়ক যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে সলিমপুর ইউনিয়নের দোতলা মসজিদসংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর ড্রাম ট্রাক ভর্তি বালু ফেলে স্তুপ করে রাখা হয়।

স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের অংগ সংগঠনে কয়েকজন নেতা–কর্মী এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁদের সন্দেহ। হঠাৎ মহাসড়কে বালুর স্তুপ দেখতে পেয়ে ওই এলাকার দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালু অপসারণের ব্যবস্থা করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মশিউর রহমান মণ্ডল বলেন, “প্রতিটি থানায় নিয়মিত টহল অব্যাহত রয়েছে। কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

(এসকেকে/এএস/নভেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test