E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় অস্ত্র গোলাবারুদসহ বনদস্যু সাইফুল ওয়াদুদ আটক 

২০২৫ নভেম্বর ১৭ ১৭:৪৪:১৭
সাতক্ষীরায় অস্ত্র গোলাবারুদসহ বনদস্যু সাইফুল ওয়াদুদ আটক 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : একটি ওয়ান শুটার গান ও ২৭ রাউন্ড গুলিসহ সুন্দরবনের বনদস্যু সাইফুল ওয়াদুদকে আটক করেছে সেনাবাহিনী।

আজ সোমবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বনদস্যু এস এম সাইফুল ওয়াদুদ উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কার সরদারের ছেলে।

কালিগঞ্জ সেনা ক্যাম্পের পাঠানেবএক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কালিগঞ্জ সেনাক্যাম্পের সদস্যরা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে। টহলদলের উপস্থিতির টের পেয়ে সাইফুল ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যার্থ হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল শটগান, ২৭ রাউন্ড শটগানের গুলি এবং দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি এবং তার সহযোগীরা দীর্ঘদিন যাবত সুন্দরবনের গভীরে ডাকাতি ও লুটতরাজের সাথে সম্পৃক্ত। এছাড়াও উক্ত আসামি বিগত ২০১৭ সালে একটি অস্ত্র মামলার আসামি।

(আরকে/এসপি/নভেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test