E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

২০২৫ নভেম্বর ১৭ ১৮:৪৭:৪৫
ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক ও সাহসী সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে। আজ সোমবার সকালে প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, সদস্য শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মফিজুর রহমান শিপন, এসএম মনিরুজ্জামান প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, গৌতম দাস ছিলেন সত্য ও সাহসের প্রতীক। তার লেখায় সমাজের বাস্তব চিত্র প্রতিফলিত হতো। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় নির্ভীকভাবে সত্য সংবাদ প্রকাশ করতেন এবং সাধারণ মানুষের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিতেন। একটি সত্য সংবাদ প্রকাশের জেরে ২০০৫ সালের ১৭ নভেম্বর সন্ত্রাসীরা তাকে তার কার্যালয়ে নৃশংসভাবে হত্যা করে। তার মৃত্যুতে দেশ হারায় একজন সাহসী ও নির্ভীক সাংবাদিককে।

বক্তারা গৌতম দাসের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগামী দিনে সাংবাদিক সমাজকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আবরার নাদিম ইতুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/নভেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test