E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

২০২৫ নভেম্বর ১৭ ১৮:৫৩:১৬
রাজৈরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের লাউষর গ্রামে রবিবার দিবাগত রাতে তিনটি ব্যাবসায়ী প্রতিষ্ঠান নিমেষেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ও ব্যবসায়ী মালিকদের সূত্রে জানা যায়, মশার কয়েলর আগুন থেকে আগুন লাগার সূত্র পায় ঘটে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, আগুন লাগে আনুমানিক রাত ১২ টার সময়। আগুনের লেলিহান দেখে পার্শ্ববর্তী বাঘিয়া বিলের মাছ ধরার জেলারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে ২ ঘন্টা সময় লাগে।

ভূক্তভোগী কাপড় ব্যবসায়ী সুভাষ হালদার জানান, আমার একমাত্র আয়ের উৎস এই কাপড়ের দোকান। এই দোকানের আয় দিয়ে আমাদের পুরো সংসার চলে ।তা পুরে ছাই হয়ে গেল। দোকানে ক্যাশ ৮৫ হাজার টাকা, ১টি সোনার চেন, ১টি আ়ংটি, ১ জোড়া কানের দুল, ৩ লাখ টাকার সিট কাপড়, থ্রিপিচ ও শাড়ী কাপড়সহ মোট ৬ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অসহায়। আমাদের বেঁচে থাকার উপায় নেই। আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই।

অপর এক কাপড় ব্যবসায়ী ভুক্তভোগী সমর হালদারের মা রিতা হালদার জানান, আমারও এক মাত্র আয়ের উৎস এই কাপড়ের দোকান টুকু। তা পুরে ছাই হয়ে গেল। আমরা এখন কি ভাবে বাঁচব। আমার সব শেষ হয়ে গেল। আমার দোকানে ছিল ৩ টি সেলাই মেশিন, শাড়ি, সিটি কাপড়, থ্রিপিচ সব পুরে শেষ হয়ে যায়। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই।

আরেক ভূক্তভোগী মুদি দোকানদার মনিমোহন এর ছেলে মঙ্গল মোড়ল‌ জানান, আমাদের এক মাত্র আয়ের পথ এই মুদি দোকান টুকু তা পুরে ছাই হয়ে গেল। আমাদের দোকানে ৩- ৪ লাখ টাকার চাল, ডাল, তেল সহ বিভিন্ন মুদি পন্য ছিল তা পুরে ছাই হয়ে গেল। আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই।যাতে করে পুনরায় দোকান দিয়ে বাঁচতে পারি।

প্রতিবেশী লিটু হালদার জানান, আগুন লাগে রাত ১২ টার সময়, আগুন দেখে পার্শ্ববর্তী বাঘিয়া বিলের মাছ ধরার জেলারা ও আমরা ছুটে যাই আগুন নিভানোর জন্য। আগুন নিয়ন্ত্রণে আনতে রাত ২ টা‌ লেগে যায়। তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩টি দোকান মালিকের প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমি ক্ষতিগ্রস্ত ভূক্তভোগীদের জন্য সরকারের কাছে সাহায্য কামনা করছি।

(বিডি/এসপি/নভেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test