E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুবলীগ নেতা মুকুল খন্দকারের যুবদলে যোগদান    

২০২৫ ডিসেম্বর ০২ ১৪:৪২:৪৮
যুবলীগ নেতা মুকুল খন্দকারের যুবদলে যোগদান    

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের  যুবলীগ নেতা মুকুল খন্দকার আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগ দিয়েছেন। মুকুল খন্দকার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে উপজেলা যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগদান করেন। এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখ ফুলের মালা পড়িয়ে যুবদলে স্বাগত জানান। এসময় রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির, রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ফকিরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

যুবদলে যোগ দিয়ে মুকুল খন্দকার বলেন, “আমি দীর্ঘদিন রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।

তবে আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত আদর্শের অমিল থাকায় যুবলীগের সাধারণ সম্পাদকের পদসহ আওয়ামী লীগের সকল পদ–পদবি থেকে অব্যাহতি নিলাম। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান ও তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি।”

(টিবি/এএস/ডিসেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test