E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা

২০২৫ ডিসেম্বর ০৩ ১৮:৩৬:৪৯
পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিফাতুল হক কে পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ বুধবার দুপুরে পাংশা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো: রিফাতুল হক কে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের দ্বায়িত্ব পালন করেন। তিনি ৩৭ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। তিনি পাবনার সাথিয়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ছিলেন।

পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম,যুগ্ন সাধারণ সম্পাদক অতুল সরকার, অর্থ সম্পাদক আব্দুস সোবহান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সদস্য মো: তুহিন মন্ডল, মো: খাইরুল ইসলাম, মানিক হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিফাতুল হক বলেন, আমি পাংশা উপজেলার মানুষের সেবার জন্য এসেছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। আপনারা সমাজের দর্পণ হিসেবে আমাকে সহযোগিতা করবেন।

(একে/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test