E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে চর-কোটাকোল নুরানী হাফেজী ও কওমি মাদ্রাসা স্থানান্তরের বিষয়ে মতবিনিময় সভা ও কমিটি গঠন 

২০২৫ ডিসেম্বর ১৪ ১৩:২৮:৩৪
নড়াইলে চর-কোটাকোল নুরানী হাফেজী ও কওমি মাদ্রাসা স্থানান্তরের বিষয়ে মতবিনিময় সভা ও কমিটি গঠন 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ার কোটাকোল ইউনিয়নের চর কোটাকোল নুরানী হাফেজী ও কওমি মাদ্রাসা স্থানান্তররের বিষয়ে এক মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কোটাকোল নুরানী হাফেজী ও কওমি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অত্র মাদ্রাসার সহ-সভাপতি মুন্সি বদিউজ্জামান দুলুর সভাপতিত্বে ও ডা: মাওলানা মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটাকোল বায়তুল ফালি দাখিল মাদ্রাসার সুপার মো. বিলাল হুসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহাতামিম মাওলানা মো. মনিরুজ্জামান, সাবেক ইউপি সদস্য মো. আতিয়ার রহমান বাবুলসহ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মরহুম আব্দুর রাজ্জাকের স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে উপস্থিত সূধীজনদের সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফতাব আলীকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম খানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী ১০ কার্য দিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, অত্র মাদ্রাসার পাশে বহমান নবগঙ্গা নদী খননের কারণে মাদ্রাসার আংশিক অবকাঠামো স্থানান্তর জরুরি হয়ে পড়েছে।

(আরএম/এএস/ডিসেম্বর ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test