E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনার আ.লীগ নেতা ও আলোচিত মদ ব্যবসায়ী প্রলয় চাকী আটক

২০২৫ ডিসেম্বর ১৬ ১৮:০৬:৫৪
পাবনার আ.লীগ নেতা ও আলোচিত মদ ব্যবসায়ী প্রলয় চাকী আটক

নবী নেওয়াজ, পাবনা : পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পাবনার আলোচিত মদ ব্যবসায়ী চাকীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির‌ পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত। পাবনা শহরের একমাত্র আলোচিত মদের বার 'চাকী বাড়ি'র মালিক তিনি। ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিয়েও আসামি হোননি। ৫ আগস্ট পরবর্তীতে 'চাকী বাড়ি'র নানা ঘটনা নিয়ে তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছিল পাবনাবাসী।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, ৪ আগস্ট হামলায় অতপ্রোতভাবে জড়িত। কিন্তু ৫ আগস্টের পরও তার মাদক ব্যবসা ও রাজত্ব অব্যাহত ছিল। সে মূলতঃ পাবনার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সবচেয়ে বড় গং নিয়ন্ত্রণ করে। তার সঙ্গে তার সন্ত্রাসী গং সদস্যদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

(এন/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test