E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন

২০২৫ ডিসেম্বর ১৬ ১৯:৪৩:২৬
সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপন হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শহরের আব্দুর রাজ্জাক পার্কে আজ মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি প্রদান করা হয়। সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা বিএনপি আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী আজিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ।

এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয় জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করে জেলা প্রশাসন। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য স্থান পায়।

এছাড়া, দিনব্যাপী শহীদ কাজল সরণি (খুলনা রোড মোড়), শহীদ সিরাজ সরণি (নিউ মার্কেট মোড়) ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, রক্তদান কর্মসূচি, বাদ জোহর সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ তাঁর সমাধিস্থলে মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে সৌখিন ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হবে।

(আরকে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test