E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহা তাঁবু জলসার মাধ্যমে শেষ হলো ৫ দিনব্যাপী স্কাউটস সমাবেশ 

২০২৫ ডিসেম্বর ২০ ১৭:৫৫:১০
মহা তাঁবু জলসার মাধ্যমে শেষ হলো ৫ দিনব্যাপী স্কাউটস সমাবেশ 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ স্কাউটসের ১৫তম উপজেলা সমাবেশের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মহা তাঁবু জলসার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক, জেলা স্কাউটসের সভাপতি ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এ সময় লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহিদুর রহমান, আনিসুর রহমান, জেলা কাব স্কাউটস লিডার কাজী কামরুল হুদা, উপজেলা স্কাউটস সম্পাদক শাহিনুল ইসলাম, সাব ক্যাম্প সহকারী খান আকিদুজ্জামানসহ প্রমূখ।

মহা তাঁবু জলসায় অংশগ্রহণকারী স্কাউটস সদস্যরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই আয়োজনে লোহাগড়া উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে স্কাউট, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ মোট ২৬৮ জন স্কাউটস অংশগ্রহণ করে। আগামীকাল ২০ ডিসেম্বর সকালে আনুষ্ঠানিক ভাবে এ স্কাউটস সমাবেশের শেষ হবে।

(আরএম/এসপি/ডিসেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test