E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার 

২০২৫ ডিসেম্বর ২০ ১৭:৫৭:৪৭
দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫)কে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন- ২ কার্যক্রম এর অংশ হিসেবে

আজ শনিবার দুপুর পৌনে ২ টায় দিনাজপুর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে বিরামপুর উপজেলা থেকে একাধিক মামলার আসামি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫)কে গ্রেফতার করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা (৬৫) দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকায় বসবাস করলেও তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. সালেহ উদ্দিন আহমেদের ছেলে।

গ্রেফতারকৃত আসামি মোঃ আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সাথে সম্পৃক্ত ছিলো বলে পুলিশ জানিয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে পরস্পর যোগসাজসের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে।

প্রসঙ্গত, মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এসএস/এসপি/ডিসেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test