E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে বীজআলু সংরক্ষণ হিমাগার পরিদর্শন করলেন বিএসসি চেয়ারম্যান

২০২৫ ডিসেম্বর ২১ ১৮:২৩:৫১
দিনাজপুরে বীজআলু সংরক্ষণ হিমাগার পরিদর্শন করলেন বিএসসি চেয়ারম্যান

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে নির্মাণাধীন দুই হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন মানসম্পন্ন  বীজআলু সংরক্ষণ হিমাগার পরিদর্শন করেছেন, বাংলাদেশ কৃষি উন্নমন কর্পোরেশন (বিএডিসি) চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খান।

আজ রবিবার দুপুরে দিনাজপুরের নশিপুরস্থ বাংলাদেশ কৃষি উন্নমন কর্পোরেশন-(বিএডিসি) এর এই নির্মাণাধীন হিমাগার পরিদর্শন করেন তিনি।

নির্মাণকাজ দেখে সন্তোষ প্রকাশ করে বিএডিসি চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বলেন, 'বাংলাদেশের আলু এখন বিদেশে রপ্তানি হচ্ছে। বিদেশে রপ্তানির জন্য মানসম্মন্ন আলু সহজলভ্য করতে বীজআলু উৎপাদন, সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করতে কাজ করছে সরকার। এজন্য নতুন জাতের আলু মূল্যায়নে বিএডিসি মাঠে রয়েছে। এই হিমাগার এই বছরেই নির্মাণের কাজ শেষ করে ২০২৫-২৬ বর্ষেই ২০০০ মে.টন মানসম্পন্ন বীজআলু সংরক্ষণ করা হবে। এতে দিনাজপুরে আলু বীজের যে ক্রাইসিস রয়েছে তা দূর হবে।

এ সময় বিএডিসির আলুবীজ, পাটবীজ,বীজ সংরক্ষণ ও বিতরণ, সার, সেচ এর যুগ্ম পরিচালক, উপ-পরিচালক, সহকারি পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(এসএস/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test