E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৯ জেলে আটক

২০২৫ ডিসেম্বর ২১ ১৯:০২:৫৩
সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৯ জেলে আটক

রঘুনাথ খাঁ সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকার মান্দারবাড়িয়া ও হলদেবুনিয়স খাল থেকে আজ রবিবার ভোরে একটি ট্রলার ও একটি নৌকাসহ নয়জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় মাছ কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

মান্দারবাড়িয়া থেকে আটক ৬ জেলেরা হলেন- বাগেরহাট জেলার মংলা উপজেলার পেড়িখালী গ্রামের হেদায়েত গোলদার এর ছেলে তরিকুল গোলদার (৪০), খালেক শেখ এর ছেলে রেজাউল শেখ (৪০), একই উপজেলার উলুবুনিয়া গ্রামের রজব আলী শেখ এর ছেলে রনি শেখ (২২), মজনু শেখ এর ছেলে সোহাগ শেখ (২২), শানবান্দা গ্রামের পিয়ার শেখ এর ছেলে খলিল শেখ (১৮) ও উত্তরবিদ্যা বায়ন গ্রামের মৃত ননীগোপাল অধিকারীর বিশ্বনাথ অধিকারী (৪২)।

অপরদিকে হলদেবুনিয়া থেকে আটক ৩ জেলে হলেন- খুলনা জেলার কয়রা থানার মঠবাড়ি গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে হারুন গাজী (৪৮), কয়রা গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে আব্দুর রফিক ফারুক (৪০) ও শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের সুজউদ্দীন গাজীর ছেলে আবু হাসান গাজী (২৭)।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে রবিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবন রক্ষায় এমন অভিযান চলমান থাকবে এবং বনাঞ্চলে অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

(এস/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test