E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইল- ২

বিএনপির ঘাঁটি রক্ষায় পিন্টু, দখল নিতে মরিয়া জামায়াত

২০২৫ ডিসেম্বর ২২ ১৮:০৪:০৪
বিএনপির ঘাঁটি রক্ষায় পিন্টু, দখল নিতে মরিয়া জামায়াত

সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরইমধ্যে প্রচারে নেমেছেন ভূঞাপুর-গোপালপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল- ২ আসনের সম্ভাব্য প্রার্থীরা। নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, কর্মিসভা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তারা। পাশাপাশি যে যেমন পারছেন ক্লাব, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে আর্থিক অনুদান দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ আসনে হেভিওয়েট ও শক্তিশালী প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

জানা গেছে, বিগত নির্বাচন গুলোতে টাঙ্গাইল-২ আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৪ বার, জাতীয় পার্টি একবার ও জাতীয় সমাজতান্ত্রিক দল (সিরাজ) একবার জয়লাভ করেছে। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হাতেম আলী তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৭৯ সালে বিএনপি থেকে আফাজ উদ্দিন ফকির নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালে জাতীয় পার্টির শামছুল হক তালুকদার ছানু এবং ১৯৮৮ সালে জাসদের আব্দুল মতিন হিরু নির্বাচিত হন।

১৯৯১ সালের নির্বাচনে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু আওয়ামী লীগ প্রার্থী হাতেম আলী তালুকদারকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে সাবেক সচিব খন্দকার আসাদুজ্জামান আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। পরে ২০০১ সালের নির্বাচনে আব্দুস সালাম পিন্টু ফের এ আসন থেকে নির্বাচিত হন। এরপর ২০০৮ সাল ও ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের খন্দকার আসাদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির সংসদ সদস্য হিসেবে এই আসনে দায়িত্ব পালন করেন।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ২৭১ জন। নিবন্ধিত নতুন ভোটার ১৮ হাজার ৬৩৫ জন।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। তিনি প্রায় ১৭ বছর পর কারাভোগ শেষে গত বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পান। এ আসনে বিএনপির একক শক্তিশালী প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন তিনি।

অন্যদিকে একক প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে দলটির দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান কাজ করছেন।

স্থানীয়রা বলেন, বিগত সময়ে এ আসনে উন্নয়ন হলেও রাজনৈতিক অস্থিরতা ছিল ব্যাপক। এবার শুধু কথায় নয়, কাজের মিল থাকবে এমন প্রার্থীকেই তারা ভোট দেবেন। যাকে তারা সার্বক্ষণিক পাশে পাবেন এবং জনগণের খোঁজ খবর রাখবেন- এমন একজনকে প্রত্যাশা করেন তারা।

ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার বলেন, ‘আব্দুস ছালাম পিন্টু মিথ্যা মামলায় দীর্ঘ ১৭ বছর কারাগারে ছিলেন। কারাগারে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। কারাগার থেকে মুক্ত হওয়ার পর তিনি দলকে সুসংগঠিত করছেন। এলাকার মানুষের মধ্যে আবেগ সৃষ্টি হয়েছে। একক প্রার্থী হিসেবে তিনি ভূঞাপুর ও গোপালপুরে জনসংযোগ চালাচ্ছেন। তিনি বেশ কয়েকবার এই আসন থেকে এমপি হয়েছিলেন। আশা করছি আসন্ন নির্বাচনে এ আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে পারবো।’

গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, ‘অন্যান্য উপজেলা থেকে গোপালপুর উপজেলা বিএনপি পিন্টুর কারণে সুসংগঠিত। তিনি বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে প্রচারণা চালাচ্ছেন৷ তার কারণে এ উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজ নেই। আশা করছি তিনি নির্বাচনে জয়ী হয়ে আবারো মন্ত্রী হবেন।’

জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির বলেন, ‘রাজনৈতিক সহনশীলতা, দুর্বৃত্তায়ন, দুর্নীতিমুক্ত সমাজ, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত হতে হবে। উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ দরকার। সহনশীল মনোভাব দরকার। জাতি নতুন কিছু ও পরিবর্তন চাচ্ছে। বিগত সময়ে এ আসন থেকে জামায়াতের কোনো প্রার্থীই নির্বাচিত হতে পারেনি। তবে এবার আশা করছি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হলে আমি বিজয়ী হবো।’

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, ‘আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেশের জনগণ প্রচলিত রাজনীতির বাইরে নতুন শক্তি হিসেবে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেবে।’

(এসএম/এসপি/ডিসেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test