E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সমাজ ও রাষ্ট্রকে উন্নতির শিখরে নিতে পারে মা-বাবা ও ভালো শিক্ষক’

২০২৫ ডিসেম্বর ২২ ১৮:০৯:০৬
‘সমাজ ও রাষ্ট্রকে উন্নতির শিখরে নিতে পারে মা-বাবা ও ভালো শিক্ষক’

রূপক মুখার্জি, নড়াইল : ‘ঋণ নিয়ে স্বাবলম্বী হয়ে আর কখনো ঋণ গ্রহণ করবেন না। সম্পদ নিয়ে কেউ কবরে যাবে না, ছাড় দেওয়ার মন-মানসিকতা রাখুন। সমাজ ও রাষ্ট্রকে উন্নতির শিখরে নিতে পারে মা-বাবা ও ভালো শিক্ষক। সন্তানকে এমন ভাবে তৈরী করবেন না যে, মৃত্যুর পরে দোয়া করার কেউ থাকবে না।’ 

আজ সোমবার সকালে পল্লী সঞ্চয় ব্যাংক লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে কাশীপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে 'আমার বাড়ি আমার খামার সমিতির উঠান বৈঠক ও প্রকল্প পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম উপরোক্ত কথা বলেন।

পল্লী সঞ্চয় ব্যাংক লোহাগড়া উপজেলা শাখা ব্যবস্থাপক বিজন কুমার সাহার সভাপতিত্বে ও পল্লী পল্লী সঞ্চয় ব্যাংক জেলা শাখার কর্মকর্তা মো: তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বদিউজ্জামাল, সমিতির উদ্যোক্তা মামুন-উর-রশীদ, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানাসহ প্রমূখ।

সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সমিতির উদ্যোক্তা মামুন-উর-রশীদের গরুর ও লেয়ার মুরগীর খামার পরিদর্শন করেন।

এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম উপজেলার কাশীপুর ইউনিয়নের সাহাবাজপুর মহিউদ্দিন এতিমখানা পরিদর্শন করেন। এ সময় তিনি এতিমখানার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং এতিম শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test