E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আদালতের রায় উপেক্ষা

সোনাতলায় অসহায় নারীর সংবাদ সম্মেলন

২০২৫ ডিসেম্বর ২২ ১৮:১২:৫৬
সোনাতলায় অসহায় নারীর সংবাদ সম্মেলন

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউপি'র পদ্দপাড়া গ্ৰামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী শেফালী বেগম তিনি প্রেসক্লাবে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সেখানে উল্লেখ করেন দলিল ও রেকর্ড সূত্রে আমার শ্বশুর ঘেরু প্রামানিক ওরফে হাফিজুর রহমান নামে ১৩'শ ৭০ দাগের সম্পত্তি মূল জোতের মধ্যে সোয়া আঠার শতক জমির মালিক। যদিও আমাদের দখলীয় ওই সম্পত্তিতে বাধা দেয় প্রতিপক্ষ প্রতিবেশী মোকছেদ ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম ও শহিদ মিয়া। এক পর্যায়ে বিষয়টি গড়াই আদালত পর্যন্ত। বিজ্ঞ আদালত বিচার বিশ্লেষণ শেষে ওই সোয়া আঠার শতক জমির রায় আমাদের পক্ষে প্রদান করেন। 

অসহায় ওই নারী জানান, আমি স্বামী হারা সন্তানদের নিয়ে বড় অসহায় জিবন যাপন করছি। সে কারণে বারবার স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু তাতে কোনো ফলাফল পাইনি। উল্টো দখলদাররা আরো বেপরোয়া হয়ে উঠে হুমকি ও দাবান শাষান করছে। বিজ্ঞ আদালত এর রায় কার্যকর না হওয়ায় আমি আজ গণমাধ্যমের শরণাপন্ন হয়েছি। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত আদালতের রায় বাস্তবায়ন করে আমাদের ন্যায্য সোয়া আঠার শতক জমি বুঝিয়ে পেলে সন্তানদের নিয়ে ঝামেলা মুক্ত পরিবেশে সেখানে বসবাস করতে পারবো। তিনি যখন কথাগুলো বলছিলেন কোলের অবুঝ ছোট্ট শিশুটি ভ্যাল ভ্যাল করে চেয়েছিলেন। তবে শেফালী এক ছেলে ও দুই মেয়ে নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন বারবার তাকে হুমকি দিয়েই চলেছেন প্রতিপক্ষ শফিকুল ইসলাম ও শহীদ মিয়া।

(বিএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test