E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহ সদর উপজেলার ৬ ইউনিয়নের ১২ তৃণমূল নারীকে সম্মাননা প্রদান

২০২৫ ডিসেম্বর ২২ ১৮:১৮:৩৬
ময়মনসিংহ সদর উপজেলার ৬ ইউনিয়নের ১২ তৃণমূল নারীকে সম্মাননা প্রদান

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়নের ১২ জন সংগ্রামী, উদ্যোক্তা ও মানবিক নারীকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে সম্মাননা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। স্থানীয় সংগঠন নিষ্ঠা উন্নয়ন সংঘ অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সম্মাননা প্রদান ও প্রেস কনফারেন্স সার্কিট হাউজ সংলগ্ন ময়মনসিংহ জেলা রোভার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

‘গ্রামীণ নারীর উদ্যোগে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরেন বিএনএনআরসি’র ময়মনসিংহের ফোকাল পার্সন, সাংবাদিক স্বাধীন চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সর্দার, অধ্যক্ষ কাব্য সুমী সরকার।

সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, নারী নেত্রী এডভোকেট লীলা রায়। গ্রামীণ নারীরা সমাজে মহত্তম জীবন যাপনের যে আলো ছড়িয়ে দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

তারা বলেন, কৃষিপ্রধান দেশ হিসেবে আমাদের গ্রামীণ জীবনের মূল্যবোধের ভিতটি ধরে রাখার ক্ষেত্রে একজন নারীর ভূমিকা অপরিসীম।

সমাজে-সংসারে তাদের মজুরিবিহীন শ্রম, নিষ্ঠা ও মানবিক মমত্ববোধের প্রতি আমাদের সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করতে হবে। অগ্রগতির সকল কর্মে পাশে থাকতে হবে সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে। স্বীকৃতি দিতে হবে ঘর ও বাইরের অর্জিত সাফল্যকে। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম, উন্নয়নকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্ত ১২ জন নারী তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন- সমাজসেবা, নারী উদ্যোক্তা, প্রজনন স্বাস্থ্যসেবা, সমাজকর্ম এবং জীবনসংগ্রামী মনোভাবের মাধ্যমে।

সম্মাননা প্রাপ্তরা হলেন- চর সিরতা ইউনিয়নের উমা রানী চৌধুরী (সমাজসেবা), শিউলী আক্তার (জীবন সংগ্রামী)। চর নিলক্ষীয়া ইউনিয়নের হালিমা খাতুন (প্রজনন স্বাস্থ্যসেবা), আনোয়ারা খাতুন (সমাজকর্ম)। চর ঈশ্বরদিয়া ইউনিয়নের হোসনা আক্তার (নারী উদ্যোক্তা ও জীবন সংগ্রামী), আমিনা খাতুন (জীবন সংগ্রামী)। ভাবখালী ইউনিয়নের মোছাঃ ফরিদা ইয়াসমিন (সমাজসেবা), রিনা আক্তার (জীবন সংগ্রামী)। খাগডহর ইউনিয়নের রীতা রানী বর্মন (জীবন সংগ্রামী), মোছাঃ তাহসিনা আক্তার রূপসী (উদ্যোক্তা ও সমাজকর্মী)। দাপুনিয়া ইউনিয়নের মোছাঃ জমিলা খাতুন (প্রসবকালীন সেবা), মোছাঃ রাজিয়া খাতুন (উদ্যোক্তা)।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের গ্রামীণ নারীরা দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি। কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নেতৃত্বে তাদের অবদান অনন্য।

বিএনএনআরসি’র ফোকাল পার্সন স্বাধীন চৌধুরী বলেন, গ্রামীণ নারীরা কেবল সমাজের অবহেলিত অংশ নয়, তারা উন্নয়ন প্রক্রিয়ার মূল অংশীদার। আমরা চাই তাদের প্রচেষ্টা ও নেতৃত্বের স্বীকৃতি জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে প্রতিফলিত হোক।

অনুষ্ঠানে নারীর অধিকার, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ও বাজারসংযোগে সুযোগ সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। শেষপর্যায়ে সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প শেয়ার করেন, যা উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

(এনআরকে/এসপি/ডিসেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test