E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় জেলেদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ

২০২৫ ডিসেম্বর ২৩ ১৭:১৩:০৪
সালথায় জেলেদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্বরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী মোট ৬০জন জেলেকে ১টি করে মোট ৬০টি বকনা বাছুরসহ খাবার ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ, উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test