E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বিএনপি মনোনীত ৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

২০২৫ ডিসেম্বর ২৩ ১৭:১৯:০০
গোপালগঞ্জে বিএনপি মনোনীত ৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

গোপালগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩ টি আসন থেকে বিএনপি মনোনীত ৩ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার  (২৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে  গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে.এম বাবর  মনোনয়ন সংগ্রহ করেন । এরআগে তিনি বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা্ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন।

এরপর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. আবুল খায়ের গোপালগঞ্জ-১ অসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ও গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী এসএম জিলানীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে.এম বাবর এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন সহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ নিয়ে গোপালগঞ্জের ৩টি নির্বাচনী আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।
মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা হলেন, গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, এনসিপির প্রার্থী প্রলয় কুমার পাল, স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম ও মো. সুজাউদ্দিন অপু।

গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির ডা. কেএম বাবর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আজমল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম হুসাইন শিকদার, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া, উৎপল বিশ্বাস ও শিপন ভূঁইয়া।

গোপালগঞ্জ-০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানী, এনসিপির প্রার্থী আরিফুল দাড়িয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এমএম রেজাউল করিম, গণঅধিকারের প্রার্থী আবুল বশার, স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ও মোহাম্মদ আনোয়ার হোসেন।

(টিবি/এএস/ডিসেম্বর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test