E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

 

কাপ্তাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা

২০২৫ ডিসেম্বর ২৩ ১৭:৪০:৪২
কাপ্তাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা

রিপন মারমা, রাঙ্গামাটি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া বিষয়ক এক অবহিতকরণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ 'কিন্নরী'তে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন।

অনুষ্ঠানের শুরুতে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল প্রজেক্টরের মাধ্যমে 'postal vote bd' অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন করার পদ্ধতি এবং ভোটদান প্রক্রিয়ার ওপর একটি বিস্তারিত ভিডিও চিত্র প্রদর্শন করেন।

সভায় ইউএনও মো. রুহুল আমিন জানান, নিজ এলাকার বাইরে কর্মরত ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। তিনি বলেন, "রেজিস্ট্রেশন সম্পন্ন করার শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজ উদ্যোগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে। বিশেষ করে ব্যালট পাঠানোর ঠিকানা যেন নির্ভুলভাবে প্রদান করা হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।"

কর্মশালায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের তাৎক্ষণিকভাবে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করানো হয় এবং তাদের অধীনস্থ কর্মচারীদেরও দ্রুত এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test