E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে ঈশ্বরদী প্রেসক্লাবের মানববন্ধন 

২০২৫ ডিসেম্বর ২৩ ১৮:২৭:৪৪
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে ঈশ্বরদী প্রেসক্লাবের মানববন্ধন 

ঈশ্বরদী প্রতিনিধি : দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঈশ্বরদীতে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকদের পাশাপাশি শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী, পরিবেশবাদী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, নির্বাহী সদস্য মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি এবং সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি জাহিদুল আলম সনু।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গুলিতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করেছে। সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। হামলা, লুটপাট ও আগুন দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।

বক্তারা আরও বলেন, হামলার আগে একটি রাজনৈতিক সংগঠনের স্লোগান ব্যবহার করা হয়েছে, যা বিশ্ববাসীর কাছে পরিষ্কারভাবে প্রতীয়মান। হাদির হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে বলে তারা মন্তব্য করেন।

সভা থেকে ভবিষ্যতে যেন কোনো সংবাদপত্রের কার্যালয়ে এ ধরনের হামলা ও ভাঙচুর না ঘটে, সে জন্য সরকারের কার্যকর পদক্ষেপ ও সুদৃষ্টি কামনা করা হয়।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test