E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও দীপু দাস হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন 

২০২৫ ডিসেম্বর ২৩ ১৮:৩৯:৫৩
প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও দীপু দাস হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগসহ দীপু দাসকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যার প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার উদীচীসহ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের পোষ্ট অফিস মোড়ের মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কর্মসুচির আয়োজন করে।

উদীচী সাতক্ষীরা শাখার উপদেষ্টা সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসুচিতে বক্তব্য দেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, প্রথম, আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জী, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, বিএনপিট নেতা হাবিবুর রহমান, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, গণআন্দোলন জোটের আহবায়ক অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষ, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল, জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, সিপিবি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসদ নেতা মাষ্টার আব্দুর জব্বার, উদীচী সাতক্ষীরা শাখার সভাপতি শেখ ছিদ্দিকুর রহমান, শিল্পী চক্রের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুনসুর আলী, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আগামি ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে পণ্ড করতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিসহ একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরিফ আল হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে দেশের ভাবমুর্তি নষ্ট করতে ময়মনসিং জেলার ভালুকায় পোশাক শ্রমিক দীপু দাসের উপর ধর্ম অবমাননার মিথ্যা ট্যাক লাগিয়ে কারখানা কর্তৃপক্ষ ও মৌলবাদি গোষ্ঠী তাকে নির্যাতনের পর পা উপরের দিকে রেখে গাছে ঝুলিয়ে পরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে। এসব মুক্তচিন্তা, অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এসব ঘটনার সঙ্গে জড়িতদের নাম ভিডিও দেখে চিহ্নিত করে সম্পুরক মামলা করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনাল গঠণের মাধ্যমে দ্রুত বিচার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধন থেকে সাতক্ষীরার কালিগঞ্জে সুনীল মন্ডলের পরিবারকে কাটাতারের বেড়া ও প্রাচীর দিয়ে অবরুদ্ধ করা, শ্যামনগরের জেলেখালিতে বিষ্টু পরমান্যের পরিবারের উপর দফায় দফায় হামলা চালিয়ে তার জমির উপর দিয়ে নৌবাহিনীর সদস্য বংশীপুরের জহিরের জোরপূর্বক রাস্তা নির্মাণ, যশোরেশ্বরী কালীমন্দিরের প্রধান ফটকের সামনে মন্দিরের জায়গা দখল করে বেলাল হোসেন ও আকবর মোল্লার জোরপূর্বক দোকান ঘর নির্মাণ, মরাগাং এ ঘর পোড়ানো মামলা তুলে নিতে রাজী না হওয়ায় তৎকালিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বাদি দীলিপ গাইনের ভাইপো বিকাশ গাইনকে বাড়ি থেকে তুলে এনে ৩৩ ঘণ্টা আটক রাখার পর বিকাশসহ তিন ভাইয়ের নামে পরিকল্পিত ধর্ষণ মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রুবেল গাইন।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test