E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নূরনগরে জরুরি চিকিৎসায় নতুন দিগন্ত, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

২০২৬ জানুয়ারি ০১ ১৯:২৩:৫১
নূরনগরে জরুরি চিকিৎসায় নতুন দিগন্ত, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের সাধারণ মানুষের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন সমাজসেবক হাবিবুর রহমান লিটন। আজ বৃহস্পতিবার পহেলা জানুয়ারি নূরনগর নবীণ সংঘ ক্লাব চত্বরে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে উক্ত ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়। 

জেলা তাঁতী দলের সাবেক সহ-সভাপতি জি এম আবু ইউসুফ এর সঞ্চালনায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভিন ঝর্ণা, সমাজসেবক মাস্টার এস.এম শামসুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডি এম মইনুদ্দীন লাভলু, সমাজসেবক নজরুল ইসলাম, মহাদেব চন্দ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে পৌঁছানো অনেক সময় রোগীর জীবন বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ সময়মতো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেন না। এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সেই বাধা দূর করবে এবং বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে উঠবে।

উদ্যোক্তা লিটন জানান, এই অ্যাম্বুলেন্স সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে এবং নূরনগরসহ আশপাশের এলাকায় যেকোনো জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হবে। সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং প্রয়োজনে রোগীকে নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।

স্থানীয় এক বাসিন্দা পলাশ দেবনাথ বলেন, আগে হঠাৎ অসুস্থ হলে অনেক সময় দুশ্চিন্তায় পড়তে হতো। এখন ফ্রি অ্যাম্বুলেন্স থাকায় অন্তত দ্রুত হাসপাতালে নেওয়ার নিশ্চয়তা পাওয়া যাবে।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেবাটির সফলতা কামনা করা হয়। আশা করা হচ্ছে, এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নূরনগরের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে তার এই মানবিক উদ্যোগে ইউনিয়নবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা গেছে। দীর্ঘদিন ধরে নূরনগর ইউনিয়নে জরুরি রোগী পরিবহনের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাব ছিল।

(আরকে/এসপি/জানুয়ারি ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test