E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গা আর ভাঙছে না, গেজেট প্রকাশের রায় বহাল আপিলেও

২০২৬ জানুয়ারি ০৬ ১৫:৫০:৫৩
ভাঙ্গা আর ভাঙছে না, গেজেট প্রকাশের রায় বহাল আপিলেও

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন আলগী ও হামিরদি শেষ পর্ষন্ত আগের মতো ফরিদপুর-৪ আসনের সাথেই থাকছে, নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণের সময় যা ফরিদপুর-২ এর সাথে সম্পৃক্ত করা হয়েছিলো।

ভাঙ্গা উপজেলা বাসী ইসির ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার পর সম্প্রতি ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশ করা হয়। সোমবার সেই গেজেটের রায়টি বহাল রেখেছেন আপিল বিভাগ। সুতরাং, ভাঙ্গা উপজেলাবাসীর দাবি পুরুন হওয়ার পাশাপাশি আগের মতো ভাঙ্গা'কে না ভেঙেই সংসদ নির্বাচনে ভাঙ্গা'র ওই দুই ইউনিয়ন ফিরিয়ে দিয়ে ফরিদপুর-৪ আসনের সাথে যুক্ত করার সিদ্ধান্ত পুনরায় প্রতিষ্ঠিত হলো।

সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ প্রধান করেন। সোমবার বিকেলে এ বিষয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ ডিসেম্বর ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী এবং হামিরদী ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সেদিন আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

উল্লেখ করা যেতে পারে, গত ২২ সেপ্টেম্বর ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী এবং হামিরদী ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের (সালথা-নগকান্দা) এর সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

তারও আগে, গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করা নির্বাচন কমিশন ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে দেওয়া এ বিষয়ে প্রকাশিত প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে ভাঙ্গা উপজেলাবাসী আন্দোলনে নামে। অবরোধ, বিক্ষোভ মানববন্ধন সহ লাগাতার কর্মসূচি দেয় ভাঙ্গা উপজেলার জনগন। তাদের যুক্তি ছিলো, ফরিদপুর-৪ আসন এতোদিন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। এ দুটি আসনের কোনো উপজেলার কোনো ইউনিয়ন অন্য কোনো আসনে যায়নি।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। আর এর প্রতিবাদে এসব অবরোধ ও বিক্ষোভ করে ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। তাদের দাবি, ভোটের আসন পরিবর্তন হলে চরম ভোগান্তিতে পড়বেন গ্রামের সাধারণ মানুষেরা।

স্থানীয়রা তখন দাবি করেন, ভাঙ্গার এই দুটি ইউনিয়ন ভৌগলিক দিক থেকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) উপজেলা থেকে বহু দূরে, যে কারণে তারা নানা ভোগান্তির শিকার হবেন। আজ সোমবার হাইকোর্ট আপিল বিভাগের এ রায়ের ফলশ্রুতিতে ভাঙ্গা উপজেলা বাসীর দাবি আদায়ের ওই আন্দোলন সফল পরিসমাপ্তি ঘটলো বলে মনে করছেন ভাঙ্গার স্থানীয় জনসাধারণ।

(আরআর/এএস/জানুয়ারি ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test