E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে ১ লাখ ৮৭ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৭টি

২০২৬ জানুয়ারি ১০ ১৮:৪৬:৫১
টাঙ্গাইলে ১ লাখ ৮৭ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৭টি

সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ ৮৭ হাজার ৭৫৫ জন। এর মধ্যে অধিকাংশই ভোটারই প্রথম বারের মত সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণ ভোটার ছাড়াও কিছু প্রবাসী ভোটার ও তৃতীয় লিঙ্গের ভোটার যুক্ত হয়েছেন এ নির্বাচনে। টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে
টাঙ্গাইল- ৫ (সদর) আসনে সব চেয়ে বেশি নতুন ভোটার যোগ হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনে জেলায় মোট ভোটার ছিলেন ৩১ লাখ ৪৬ হাজার ৬৭২ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জনে।
হালনাগাদ তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে বর্তমানে নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন, পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২০ জন। এদিকে ভোটকেন্দ্রের সংখ্যাও বেড়েছে। আগে যেখানে কেন্দ্র ছিল ১ হাজার ৫৬টি, এবার তা বেড়ে হয়েছে ১ হাজার ৬৩টি।

টাঙ্গাইল জেলার ৮ টি সংসদীয় আসনের মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) ভোটার বেড়েছে ২৫ হাজার ১০৯ জন। টাঙ্গাইল-২ (ভূঞাপুর ও গোপালপুর) আসনে ভোটার বেড়েছে ২৩ হাজার ৩৫৮ জন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ভোটার বেড়েছে ২৩ হাজার ৩৪৭ জন। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ভোটার বেড়েছে ২০ হাজার ৩৬১ জন।

টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে ভোটার বেড়েছে ২৮ হাজার ২১৮ জন। টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার) আসনে ভোটার বেড়েছে ২৫ হাজার ২৫০ জন। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ভোটার বেড়েছে ১৭ হাজার ৫ জন।টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখীপুর) আসনে ভোটার বেড়েছে ২৪ হাজার ৭০৭ জন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তরুণ ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।

তরুণ ভোটার সাবা রহমান চৈতী জানান, জীবনের প্রথম ভোট দেবো- এটি অন্য রকম এক অনুভূতি। শুনেছি বিগত নির্বাচন গুলোতে ভোটাধিকার প্রয়োগ ছিলো স্বপ্ন। সেই স্বপ্ন এবার বাস্তবায়িত হতে যাচ্ছে।আশা করছি আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারবো।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নতুন ভোটারের বেশিরভাগই তরুণ ভোটার। নির্বাচনের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি।

(এসএম/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test