E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পিকআপ খাদে পড়ে রাঙ্গামাটিতে ২ শ্রমিকের প্রাণহানি

২০২৬ জানুয়ারি ১৬ ১৮:৫২:৪৮
পিকআপ খাদে পড়ে রাঙ্গামাটিতে ২ শ্রমিকের প্রাণহানি

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কে কাঠবোঝাই একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে মগবান ইউনিয়নের কামিল্লাছড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ির বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এই ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামে একই এলাকার আরেক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে গাছ বোঝাই করে মিনি পিকআপটি কাপ্তাই সড়কের একটি ঢালু রাস্তা দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে গড়িয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানান, রাতে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত অন্য শ্রমিকের চিকিৎসা চলছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

(আরএম/এসপি/জানুয়ারি ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test