E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরের ইউনাইটেড পেট্রোল পাম্পে ডাকাতি

২০২৬ জানুয়ারি ১৯ ১৯:১৭:৫১
ফরিদপুরের ইউনাইটেড পেট্রোল পাম্পে ডাকাতি

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরের কোতোয়ালি থানাধীন মুন্সিবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড পেট্রোল পাম্পে সংঘটিত হয়েছে দুঃসাহসিক ডাকাতির ঘটনা।

সোমবার দিবাগত রাত আনুমানিক ৪টা ৩৯ মিনিট থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে প্রায় ১১ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করে। এ সময় পাম্পে কর্মরত ওয়েলম্যান সিদ্দিক মিয়া ও চিত্ত দাসকে হাত বেঁধে ভেতরে নিয়ে মারধর করা হয়।

ডাকাতরা গ্রিলের তালা ভেঙে ক্যাশিয়ারের কক্ষে প্রবেশ করে ক্যাশ বাক্স ভাঙচুর করে সেখানে রাখা নগদ আনুমানিক ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও পাম্পে অবস্থানরত সহকারী ম্যানেজার সোহেল আহমেদের কাছ থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং তার মোটরসাইকেলের কাগজপত্র ছিনিয়ে নেয়। একই সঙ্গে ওয়েলম্যান সিদ্দিক মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায় ডাকাতরা। ডাকাতদের মুখ বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত ও খোঁজখবর নেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ডিসি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test