E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এবার বঙ্গবন্ধুর সমাধিতে গোবিন্দ চন্দ্র, বললেন সমাধিস্থান সমগ্র বাঙালির পীঠস্থান

২০২৬ জানুয়ারি ২৯ ১৮:১৮:১৭
এবার বঙ্গবন্ধুর সমাধিতে গোবিন্দ চন্দ্র, বললেন সমাধিস্থান সমগ্র বাঙালির পীঠস্থান

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের  মহাসচিব ও গোপালগঞ্জ- ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেছেন, দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল এখানে আসার কিন্তু কাজের জন্য আমি আসতে পারিনি। কারণ এই জায়গা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার সমাধিস্থান সমগ্র বাঙালির পীঠস্থান। এটা দর্শন করার ইচ্ছা প্রত্যেক বাঙালিরই আছে। উনি না থাকলে আজকে বাংলাদেশ হতো না। তার সমাধি দর্শন করা প্রত্যেক মানুষের জন্য সৌভাগ্যের ব্যাপার।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির ৩ নং গেটে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থনা করে এসব কথা বলেন তিনি।

এ আসনে কেন নির্বাচন করছেন এমন প্রশ্নের জবাবে গোবিন্দ চন্দ্র বলেন, আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী মানুষ আছে, যারা নির্বাচন করতে চেয়েও পারেননি। আমাদের এক অত্যন্ত আপনজন মনোনয়ন পত্র কিনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। আরো দুইজন সনাতন ধর্মের মানুষ বাধার কারণে মনোনয়ন জমা দিতে পারেননি। তারা অনুরোধ করেছে, “দাদা, আপনি যদি আসেন আমরা ভয়ভীতির মধ্যে থাকব না। আমাদেরকে নানাভাবে মিথ্যা মামলা ও হয়রানির ভয় দেখানো হয়। এই কারণে সবাইকে ভোটের উৎসবে অংশগ্রহণ করানোর জন্য আমি এখানে এসেছি।

বিএনপির প্রার্থীর সমালোচনা করে তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দলের নেতা চান না যে সকল দলমত নির্বাচনে অংশগ্রহণ করুক। তিনি চান এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোক। সেই কারণে নানাভাবে হয়রানির চেষ্টা করা হয়। আমরা দেখেছি, তিনি সবাইকে নিয়ে সমালোচনা করছেন। যদি সবাইকে ক্রিটিসাইজ করেন, তাহলে উৎসবমুখর পরিবেশ হবে না। ওনার উচিত ছিল বড় উদার হৃদয় নিয়ে সকল প্রার্থীদের সহযোগিতা করা। বলা উচিত ছিলো “আসুন ভোট যুদ্ধে অংশগ্রহণ করুন, পোস্টার, লিফলেট, ব্যানার আমরা তৈরি করে দেই" এটি হওয়া উচিত ছিল।

সমাধিতে প্রার্থনা শেষে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কার প্রচারণার লিফলেট বিতরণ করেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

(টিবি/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test