E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মদনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

২০১৫ ফেব্রুয়ারি ২১ ১২:৩৯:০০
মদনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মদন (নেত্রকোণা) প্রতিনিধি :  আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করার সময় বিএনপির বিদ্রোহী গ্রুপ মূলদলের নেতাকর্মীদের কটাক্ষ করাকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে উপজেলা যুবদলের সভাপতি সাইফ আহম্মেদ সেকুল ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পুতুল মিয়াকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বাকী আহতরা পারিবারিক চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শনিবার ভোরে নেত্রকোণার মদন উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার সময় বিএনপির বিদ্রোহী গ্রুপের ফজলে এলাহী টুটন ও কবির মূলদলের পক্ষে যুবদলের সভাপতি সাইফ আহম্মেদ সেকুলকে রাজাকার বলায় বাকবিতন্ডা, হাতাহাতির এক পর্যায়ে বিএনপি অফিসের সামনে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ও এলাকার লোকজন ব্যাপক প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুইগ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, পুষ্পস্তবক অর্পণ করার সময় বিএনপির এক গ্রুপ অন্য গ্রুপকে রাজাকার বলায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
(পিডি/পিবি/ফেব্রুয়ারি ২১,২০১৫)




পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test