E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

একজন জীবন যোদ্ধা কামাল উদ্দিন বয়াতি

২০১৫ জুলাই ০৩ ১৫:৩৯:৩৩
একজন জীবন যোদ্ধা কামাল উদ্দিন বয়াতি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : চার বছর আগে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাত ও পা চিকন হয়ে পঙ্গুত্ব বরণ করতে হয় বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের মো. কামাল উদ্দিন বয়াতির (২৮)।

তার চিকিৎসার খরচ যোগাতে ভিটেমাটি বিক্রি ও ধার দেনা করে পরিবারটিও আজ নিঃস্ব। কিন্তু অভাব আর হাজার দুঃখ কষ্ট এবং যন্ত্রনার মাঝেও সে ভিক্ষাবৃত্তিকে নিজের পেশা হিসেবে মেনে নেয়নি অসহায় কামাল। ভূরঘাটা বাসস্ট্যান্ডে মরহুম পিতার ছোট একটি মুদির দোকান পরিচালনা করে বৃদ্ধ মাতা বানেছা বেগমকে নিয়ে চলছে তার সংসার নামের জীবন যুদ্ধ।

ক্রেতাদের নিজে মালামাল তুলে দিতে না পারায় বাধ্য হয়ে ক্রেতারাই সামনে রাখা বালতিতে টাকা রেখে যায় আর মালামাল নিয়ে যায়। শেষ সম্বল ছোট্ট দোকানটি চালিয়েই চলছে তার জীবন তরী। কিন্তু দোকানে তেমন মালামাল না থাকায় বেচা বিক্রি কম হয়। আর এতে লাভও কম হওয়ায় বৃদ্ধ মাতাকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে পরিবারটির।

আক্ষেপ করে পঙ্গু কামাল উদ্দিন ও তার মা বানেছা বেগম বলেন ‘ পুঁজি না থাকায় দোকানে মালামাল তুলতে পারি না। কিন্তু মাত্র ২০হাজার টাকা পুঁজি হলেই আমরা ব্যবসা আরো ভালভাবে পরিচালনা করতে পারতাম। এতে আমাদের আর দুঃখ ও অভাব থাকত না।’ অপরদিকে সরকারি প্রতিবন্ধি ভাতাও জোটেনি শারিরিক প্রতিবন্ধি কামাল উদ্দিন বয়াতির ভাগ্যে।

(টিবি/এএস/জুলাই ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test