E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দিনাজপুর শিক্ষা বোর্ডে কমেছে পাশের হার

২০১৫ আগস্ট ০৯ ১৬:৫৪:২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডে কমেছে পাশের হার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গত বছরের তুলনায় কমেছে পাশের হার, আর অর্ধেকে নেমে এসেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা।

রবিবার ঘোষিত ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে পাশ করেছে ৭০.৪৩ শতাংশ পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৩.৭১ শতাংশ কম। গতবছর (২০১৪ সাল) পাশের হার ছিলো-৭৪.১৪ শতাংশ।

এদিকে এই বোর্ডের অধীনে এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী। যা গতবছরের তুলনায় প্রায় অর্থেক কম। গতবছর এই বোর্ডের অর্ধীনে জিপিএ-৫ পেয়েছিলো ৪ হাজার ৪৭৪ জন।

এই বোর্ডের অধীনে পাশের হারে বরাবরের মতো ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবার মেয়েদের পাশের হার ৭২.৬৪ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৬৮.৪০ শতাংশ। গতবছর মেয়েদের পাশের হার ছিলো ৭৫.৭৪ শতাংশ এবং ছেলেদের পাশের হার ছিলো ৭২.৬৩ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান ঘোষিত ফলাফলে জানাযায়, এই শিক্ষা বোর্ডের অধীনে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় মোট ৮৮ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৬২ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী। পাশের হার ৭০.৪৩ শতাংশ।

বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ হাজার ২০৪ জন। পাশের হার ৬৮.৫৭ শতাংশ।

মানবিক বিভাগে ৫৪ হাজার ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৭ হাজার ৩৪৮ জন। পাশের হার ৬৮.৫৫ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২হাজার ১১৯ জন। পাশের হার ৭৯.৪৮ শতাংশ।

রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৫৮৪টি কলেজের এসব পরীক্ষার্থী চলতি বছরের ১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ১৮২টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এসব কলেজের মধ্যে ৫টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি, আর শতভাগ ছাত্রছাত্রী পাশ করেছে ২২টি কলেজ থেকে।

ফলাফল ঘোষণা করে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, দুটি কারনে এবার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে। এর মধ্যে একটি হচ্ছে সব শিক্সা বোর্ডের অভিন্ন প্রশ্নপত্র এবং অপরটি হচ্ছে গণিত পরীক্ষায় নতুন পদ্ধতি। আগামীতে ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

(এটি/এএস/আগস্ট ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test