E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে প্রেমিক অপহরণ, আটক ৪

২০১৫ আগস্ট ২৯ ১৬:৫৯:৩১
ঈশ্বরদীতে প্রেমিক অপহরণ, আটক ৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : প্রেমের ফাঁদ পেতে প্রেমিককে অপহরণ করার অভিযোগে প্রেমিকাসহ চার অপহরণকারীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে অপহৃত কলেজ ছাত্র সেলিম রেজাকে উদ্ধার করেছে। সে রাজশাহী পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। পুলিশ অপহরণকারীদের কাছ থেকে অপহৃত সেলিম রেজাকে উদ্ধার ও ঘুমের বড়ি মিশ্রিত মিরিন্ডা পানীয় এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে। প্রেমিকের মা শুক্রবার রাতেই প্রেমিকাসহ চারজনের নামে মামলা করেছেন।

অপহরণের মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলো প্রেমিকা (২৭) সে পাবনার সাঁথিয়া উপজেলার হাটবাড়িয়া এলাকার ইয়াসিন আলীর মেয়ে। এছাড়া আমিনপুর থানার ধুলাউরি গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল, পাটকয়া গ্রামের মৃত আজগর প্রামানিকের ছেলে কামরুল ইসলাম এবং আমিনপুর থানার সৈয়দপুর এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে মাইক্রো চালক মাহাফুজ শেখসহ অজ্ঞাতনামা আরও তিন আসামি। শনিবার দুপুরে এদেরকে পাবনা পাঠানো হয়।

অপহৃত ছাত্র সেলিম রেজা জানান, বেশ কিছুদিন আগে মুঠোফোনে একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিকা তাদের মধ্যে দেখা সাক্ষাত করার জন্য তাকে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিকট আসতে বলে। প্রেমিকার অনুরোধে সে শুক্রবার পাকশীতে আসে।

উভয়ে ব্রিজ দেখা শেষে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস তার সামনে এসে থামে এবং তাকে প্রেমিকার সহযোগিতায় জোড় করে তুলে নিয়ে ৫/৬ জন মিলে অপহরণের চেষ্টা করে। এ সময় সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে এলাকাবাসী অপহরণকারীদের আটক করে পুলিশে সোপর্দ করে।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু ওযাবেদ জানান, ধারনা করা হচ্ছে মুক্তিপনের দাবিতে কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশে সেলিম রেজাকে পরিকল্পিত ভাবে অপরহণ করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(এসকেকে/এএস/আগস্ট ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test