E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

'আইএস ও জঙ্গি সংগঠনগুলো ধর্মের নামে নির্বিকারে মানুষ হত্যা করছে'

২০১৫ অক্টোবর ১৭ ১৮:০১:৫৭
'আইএস ও জঙ্গি সংগঠনগুলো ধর্মের নামে নির্বিকারে মানুষ হত্যা করছে'

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুল খালেক বলেন আইএস ও জঙ্গি সংগঠনগুলো ধর্মের নামে নির্বিকারে মানুষ হত্যা করছে।

ইসলাম ধর্মে মানব হত্যা জঘন্য অপরাধ। তারপরেও তারা ধর্মের দোহাই দিয়ে নির্বিকারে মানুষ হত্যা করছে। এদেশে কখনই জঙ্গিবাদ ছিলনা ভবিষ্যতেও কোন জঙ্গিগোষ্ঠীকে প্রশ্রয় দেয়া হবেনা। তিনি বিদেশী হত্যার নিন্দা জানিয়ে বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সুজলা সুফলা শস্য শ্যামলা শান্তিপূর্ণ দেশ।

তিনি আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক গুণী কবি সাহিত্যিকের চারণভুমি শাহজাদপুর। এখানে জন্মগ্রহণ করে আমি নিজেও ধন্য। তিনি তার শৈশবের স্মৃতিচারণ করে এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন।

শনিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদ আয়োজিত এ গুণীজন সংবর্ধনায় শাহজাদপুর উপজেলার বাসুরীয়া গ্রামের কবি হেদায়েত আলী বাসুরীকে তার সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট ও সনদ দিয়ে সংবর্ধনা ও বঙ্গরত্ন খেতাব প্রদান করা হয়।

এ্যাডভোকেট বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মুহাম্মদ আব্দুল জলিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ড. অনুপম হীরা মন্ডল, বাংলা বিভাগের প্রভাষক মাহমুদা আক্তার, শাহজাদপুর সাহিত্য মেলার সভাপতি গাজী সৈয়দ শুকুর মাহমুদ।

আরো বক্তব্য রাখেন কবি ও গীতিকার খ.ম. আসাদ, কবি ও সাহিত্যিক শামসুল ইসলাম পলাশ, হাসান রেজা মানিক, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, পারভেজ আক্তার, মোজাম্মেল হক, আব্দুর রউফ, প্রমুখ।

(এআরপি/এলপিবি/অক্টোবর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test