E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজশাহীতে বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

২০১৫ অক্টোবর ২২ ১১:৩৫:৫৪
রাজশাহীতে বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সুলতানগঞ্জে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন গোদাগাড়ী উপজেলার আনপনগর গ্রামের মোসলেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৪০)।

গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ খান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী কেয়া পরিবহনের একটি বাস ভোর ৬টার দিকে গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জে পৌঁছলে বিপরীতগামী ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে এবং ভটভটিতে থাকা আনারুল ও দেলোয়ার ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া বাসের ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ওএস/অ/অক্টোবর ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test