E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পকেটে মোবাইল ফোন বিস্ফোরণে যুবক দগ্ধ

২০১৫ ডিসেম্বর ০৮ ১০:৫৫:৪১
পকেটে মোবাইল ফোন বিস্ফোরণে যুবক দগ্ধ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোন বিস্ফোরণে আকবর আলী (২৫) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে সৈয়দপুর স্মৃতি মেডিকেল স্টোরে এ ঘটনা ঘটে।

আহত আকবর আলীকে সৈয়দপুর একশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সৈয়দপুর বাস টার্মিনাল এলাকার আদানী মোড়ের হযরত আলীর ছেলে ও ওই ওষুধ দোকানের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দোকানে ছিলেন আকবর। এ সময় তার প্যান্টের পকেটে রাখা সিম্পনি মোবাইল ফোন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে পকেটে আগুন লেগে তার কোমড়ের নিচের অংশ ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

দোকান মালিক আতাহার হোসেন বাদশা জানান, এ ঘটনায় তার দোকান বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test