E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জকিগঞ্জে পাইপগানসহ আটক ১

২০১৬ জানুয়ারি ০৮ ১৯:০৩:৫৭
জকিগঞ্জে পাইপগানসহ আটক ১

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের বিয়াবাইলে জমি দখলের চেষ্টাকালে পাইপগানসহ ইনামতি গ্রামের মুহিউদ্দিন (৫০) বিজিবি সদস্যদের হাতে ধরা পড়েছেন।

জানা গেছে শুক্রবার সকালে ইনামতি গ্রামের মুহিউদ্দিন বিরোধপূর্ণ বিয়াবাইল এলাকার এক বিঘা ভূমি দখল করতে যান।

এ সময় বিয়াবাইল গ্রামের প্রতিপক্ষের নমিক উদ্দিন বাধা প্রদান করলে মুহি উদ্দিন পাইপগান বের করে ধমক দেন। পরে স্থানীয় জনতা মুহি উদ্দিনকে আটক করে বিয়াবাইল বিজিবি ক্যাম্পে সোর্পদ করে।

বিজিবি আটককৃত মুহিকে জকিগঞ্জ থানা পুলিশ হস্তান্তর করেছে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এসপি/এএস/জানুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test