E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

২০১৬ অক্টোবর ৩১ ১৬:৩৮:৫৫
শেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

শেরপুর প্রতিনিধি : শেরপুর খামারবাড়ী মিলনায়তনে ৩১ অক্টোবর সোমবার মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। অনুষ্ঠানে পানিতে চুবিয়ে একটি ইঁদুরের মৃত্যুদন্ড কার্যকর করার মধ্য দিয়ে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের শুভ সূচনা করা হয়।

এসময় তথ্য উপস্থাপন করে বলা হয়, প্রতিবছর প্রায় ১৫ লক্ষ টন খাদ্যশস্য ইঁদুর খায় বা নষ্ট করে। ইঁদুর প্লেগ, জন্ডিস, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ, কৃমি সহ ৬০ প্রকার রোগের বাহক ও বিস্তারকারী। তাই সমন্বিতভাবে ইঁদুর নিধন অভিযানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ইঁদুরের হাত থেকে ফসল রক্ষার জন্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু করেছে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বায়েযিদ হাসান, শামীম আরা শামীমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, মহিলা আ’লীগ নেত্রী নাসরিন বেগম ফাতেমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এতে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন আইসিএম ক্লাবের সদস্য শতাধিক জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

(এইচবি/এএস/অক্টোবর ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১০ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test