E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪

২০১৭ জানুয়ারি ২১ ১৫:৫৭:৫৬
রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪জন গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট।

গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৩ জন, মাদক ব্যবসায়ী তিনজন ও অন্যান্য মামলায় ২৩ জন। অভিযানে ৩ গ্রাম হেরোইন ১১ বোতল ফেনসিডিল এবং এক গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৯ জন, রাজপাড়া থানা সাতজন, মতিহার থানা সাতজন, শাহমখদুম থানা পাঁচজন এবং নগর ডিবি পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। শনিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test