E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁয় রথযাত্রা উৎসবে হাজারো ভক্তের ঢল

২০১৪ জুন ২৯ ১৭:১৩:০৫
নওগাঁয় রথযাত্রা উৎসবে হাজারো ভক্তের ঢল

নওগাঁ প্রতিনিধি : রবিবার সকাল থেকেই আসতে থাকেন ভক্তরা। পুরুষ ভক্তের চেয়ে নারী ভক্তের সংখ্যাই বেশি। সেই সঙ্গে শিশু- কিশোররাও। ভক্তদের উদ্দেশ্য রথ টানতে হবে। আর শিশুদের উদ্দেশ্য হলো, মেলায় খেলনা ও খাওয়ার জিনিস কিনতে হবে। কেউ চড়বে নাগরদোলায, কেই চড়কিতে। বেশ মজা হবে মেলায়।

আর সে কারণেই রবিবার সকাল সাড়ে ৯ টার মধ্যেই সকলেই ছুটে আসেন, নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বুড়াকালি মাতার পুজো মণ্ডপ প্রাঙ্গনে। প্রতিবছরের মত এবারেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয় এখানে। মেঘলা আকাশ আর ভ্যাপসা গরমকে উপেক্ষা করে হাজার হাজার ভক্তের ঢল নামে এই উৎসবে। সকাল সাড়ে ৯টায় রথে প্রথম টান শুরু হয়। প্রায় ৪ হাজারেরও বেশী নারী-পুরুষ এই রথ টানে অংশ নেন। বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় টান। নওগাঁর প্রাচীনতম রথযাত্রা উৎসব পালিত হয় মান্দার বুড়িদহে। সেখানেও দূর-দুরান্ত থেকে ভক্তরা আসেন রথের টানে অংশ নিতে। নওগাঁর কালিতলা ও মান্দার বুড়িদহে এ উপলক্ষে ৯ দিনব্যাপী মেলা বসেছে। ভ্যাপসা গরমে ঘর্মাক্ত শরীরে ভক্তরা যখন রশি ধরে রথে টান দিচ্ছিলেন, তখন এক অভুতপুর্ব দৃশ্যের অবতারনা ঘটে। হাজার হাজার নারী-পুরুষ ভক্তের টানে, উলুদ্ধনী আর শংখের শব্দে রথে থাকা জগন্নাথ, বলরাম ও সুভদ্রাও যেন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন। নেচে ওঠে যেন মন্ডপ প্রাঙ্গন। একই সময় শহরের শিবপুর মহল্লায় রথযাত্রা উৎসব পালিত হয়। সেখান থেকে বের করা হয়, রথসহ এক শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুর বাড়িতে এসে জগন্নাথ দেবকে রেখে সেখানেই শোভাযাত্রা শেষ করা হয়। উল্টো রথের দিন শোভাযাত্রার মাধ্যমে বিগ্রহটি ফের শিবপুর মন্দিরে নেয়া হবে। এই উৎসবে হাজারো ভক্তের উপস্থিতির ফলে সৃষ্টি হয় বিশাল সমন্বয় ও জাগ্রত হয় অসাম্প্রদায়িক চেতনা। ভক্তরা যখন রথ টেনে সামনে আনে, তখন রথে থাকা খর্বাকৃতি জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে একটিবার দেখার জন্য আবেগপ্রবন ভক্তবৃন্দ ও সর্বস্তরের মানুষ অবস্থান নেন সুবিধামত স্থানে। রথের মাঠ ছাড়াও কেউ নিকটস্থ গাছের ডালে, বাসা-বাড়ির ছাদে থেকে বেশ ঝুঁকি নিয়ে জগন্নাথ দেবকে দর্শনে মেতে ওঠে। শাস্ত্রমতে ‘রথের ওপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয়না’। ৭ জুলাই অনুষ্ঠিত হবে উল্টোরথ। ওইদিনই রথযাত্রা উৎসবের শেষ হবে। এ ক'দিন চলবে গ্রামীণ মেলা। হরেক রকম মিষ্টির দোকান ছাড়াও মহিলাদের প্রসাধনী এবং শিশুদের হরেক রকমের খেলনার দোকানে ভরপুর মেলা প্রাঙ্গন। শিশুদের চিত্ত বিনোদনের জন্য মেলায় স্থাপন করা হয়েছে নাগরদোলা ও চরকি। এসব নাগরদোলা ও চড়কিতে বসে শিশুরা বেশ আনন্দ উপভোগ করছে।
(বিএম/এএস/জুন ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test