E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাগুরায় ওএমএসের চাল বিক্রি শুরু

২০১৭ সেপ্টেম্বর ১৯ ১৪:২৭:২২
মাগুরায় ওএমএসের চাল বিক্রি শুরু

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সোমবার থেকে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। জেলায় ৫ জন ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি হচ্ছে।

জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, সরকার চালের বাজার স্থীতিশীল রাখতে খোলা বাজারে দরিদ্রদের জন্য চাল বিক্রির সিন্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী জেলায় ৫ জন ডিলারের প্রত্যেককে প্রতিদিন ১ টন চাল বিক্রির জন্য বরাদ্দ দেয়া হচ্ছে। ৩০ টাকা দরে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে । একজন ব্যক্তি প্রতিদিন পাঁচ কেজি চাল কিনতে পারছেন।

মাগুরা ভায়না মোড়ে ওএমএসের চাল কিনতে আসা রওশন আলী ও নাসরিন বেগম জানান, আমরা দরিদ্র মানুষ আমাদের বেশি টাকা দিয়ে চাল কেনার ক্ষমতা নেই। সরকার খোলা বাজারে সরকার ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করায় আমরা উপকৃত হচ্ছি।

মাগুরা ভায়না মোড়ের ওএমএস ডিলার মাহবুব সিদ্দিকি জানান, নিয়ম মেনে সরকারি চাল বিক্রি করছেন তিনি।

মাগুরা জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, সরকারি সিন্ধান্ত অনুসারে দরিদ্রদের জন্য সোমবার থেকে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। যা নিয়মিত মিনিটরিং করা হচ্ছে।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test