E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জাতীয় সরকারের অধীনে নির্বাচনই চলমান সংকটের সমাধান’

২০২৩ মার্চ ২৮ ২২:১১:৩১
‘জাতীয় সরকারের অধীনে নির্বাচনই চলমান সংকটের সমাধান’

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, চলমান সংকট থেকে দেশ ও দেশের জনগণের মুক্তির জন্য জাতীয় সরকারের অধীনে একটি নির্বাচনের বিকল্প নেই।

তিনি বলেন, দেশের জনগণ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কবল থেকে জাতি নিষ্কৃতি চায়। সাধারণ মানুষ এখন বলছে, স্বাধীনতার চেয়ে চাল-ডাল, মাছ-মাংস কেনার স্বাধীনতা প্রয়োজন।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, সম্প্রতি বাণিজ্যমন্ত্রী বলছেন দেশের মানুষ খুব ভালো আছে। অথচ ওই দিনই জাতীয় দৈনিকগুলোতে ক্ষুধার্ত মানুষের হাহাকার ফুটে উঠছে। অনেক মানুষ আলুভর্তা দিয়ে ভাত খেয়ে ইফতার করছে। এই হলো বাণিজ্যমন্ত্রীর ‘মানুষ ভালো থাকার খবর’। এভাবে একটি দেশ চলতে পারে না।

তিনি বলেন, সরকার ব্যর্থতার দায় নিয়ে যত তাড়াতাড়ি ক্ষমতা ছাড়বে, তত আগে জাতির মুক্তি হবে।

এ সময় উপস্থিত ছিলেন- দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

১১ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test