E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপির বর্ধিত সভা শুরু

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১২:৫৬:৫৮
বিএনপির বর্ধিত সভা শুরু

স্টাফ রিপোর্টার : পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে এই সভা শুরু হয়। দুই অধিবেশনে হবে বর্ধিত সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার।

এছাড়া, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবসহ প্রায় চার হাজার নেতাকর্মীর উপস্থিত থাকবেন বলে আশা আয়োজকদের।

জানা গেছে, বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন এবং নতুন বার্তা দেবেন।

এর আগে, ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই সভার পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হয় তাকে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test