E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ঐকমত্যে পৌঁছাতে না পারলে মানুষ রাজনীতিকদের ওপর আস্থা হারাবে’

২০২৫ জুন ২৩ ১৩:৫২:১৬
‘ঐকমত্যে পৌঁছাতে না পারলে মানুষ রাজনীতিকদের ওপর আস্থা হারাবে’

স্টাফ রিপোর্টর : জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত না হলে এবং রাষ্ট্রীয় অর্থব্যয়ে সারাদিন আলোচনা করেও কোনো ফল না এলে সেটি হতাশাজনক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।  

রবিবার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, আমরা প্রত্যাশা করি, মিনিমাম একটি জায়গায় যাতে আসা যায়, কারণ ঐকমত্যে পৌঁছাতে না পারলে মানুষ রাজনীতিবিদদের ওপর আস্থা হারাবে।

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির একাধিক মেয়াদ ও নির্বাচন সংক্রান্ত আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, বিষয়গুলো দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না- বিএনপি সেই দাবি আবারও জানিয়েছে। তবে ‘মেয়াদ’ ও ‘বার’-এর বিতর্কে না গিয়ে সর্বোচ্চ বছর নির্ধারণের পক্ষে আমরা মত দিয়েছি। সেটা কত বছর হবে, তা দলীয়ভাবে আলোচনা করে জানানো হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, সাংবিধানিক কাউন্সিল ও উচ্চকক্ষের আসন বণ্টনে সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়েও আলোচনা হবে। এসব বিষয়ে পরবর্তী দুইদিন বিএনপি তাদের ফোরামে আলোচনা করে কমিশনের বৈঠকে অবস্থান উপস্থাপন করবে।

তিনি আরও বলেন, কমিশনের পক্ষ থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং গণতন্ত্রকে মূলনীতি করার প্রস্তাব এসেছে।

এ বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনী বাতিলের পক্ষে এবং পূর্ববর্তী অবস্থানে ফিরে যাওয়ার পক্ষে, যেখানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা, বিসমিল্লাহ রয়েছে এবং ধর্মনিরপেক্ষতা নেই।

সালাহউদ্দিন বলেন, এসব মূলনীতির সঙ্গে চারটি শব্দ যুক্ত করার প্রস্তাব বিএনপি দিয়েছে। তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঐকমত্য হয়নি।

(ওএস/এএস/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test