E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আওয়ামী লীগকে ক্ষমার সুযোগ নেই, নির্বাচনেও অংশগ্রহণ নয়’

২০২৫ জুন ২৯ ১২:৩২:৩৬
‘আওয়ামী লীগকে ক্ষমার সুযোগ নেই, নির্বাচনেও অংশগ্রহণ নয়’

স্টাফ রিপোর্টার : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে যে নৃশংস নির্যাতন-হত্যা-গুম, হত্যা চালিয়েছে, তার কোনো ক্ষমা নেই, বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি শেখ হাসিনাকে ‘কুৎসিত স্বৈরাচার’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ আর কখনও মানুষের সামনে সুস্থ্য ন্যারেটিভ নিয়ে ফিরতে পারবে না।

শনিবার (২৮ জুন) রাজধানীর এফডিসিতে ‘ক্ষমতার পালাবদলে তরুণ ভোটারদের ভূমিকা’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আওয়ামী লীগ আর কখনো সুস্থ্য ন্যারেটিভ নিয়ে মানুষের সামনে ফিরে আসতে পারবে না। জুলাইয়ের চেতনা আমাদের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে, যা আরও বহুদিন মশালের মতো জ্বলবে। অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণরাও দল করেছে, কিন্তু তারা এখনও সবার কাছে যেতে পারেনি। এনসিপির মধ্যে অসংলগ্নতা দেখা যাচ্ছে। তাদের কথায় ও কাজে আরও ঐক্যবদ্ধ ও পরিণত হতে হবে। কিছুদিন আগেও মানুষ সন্দেহ করতো ভোট হবে কি না, কিন্তু এখন মানুষ বিশ্বাস করে ভোট হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্যে প্রথমে সব দল একতাবদ্ধ না থাকলেও এখন দেখা যাচ্ছে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীতে যারাই সরকার গঠন করবে তাদের জুলাইয়ের আকাঙক্ষা ধারণ করেই দেশ পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পলায়নের পর আওয়ামী লীগের প্রায় সব নেতাই পালিয়ে গেছেন, তাই তাদের নেতৃত্ব সংকটে পড়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নামে নির্বাচন কমিশনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে বলে আশাবাদী।

কিরণ আগামী নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ১০ দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িত পুলিশ-প্রশাসনের শাস্তি, নির্বাচনকালীন সন্ত্রাস রোধ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি।

প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা জয়ী হয়। পরে তাদের মধ্যে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

(ওএস/এএস/জুন ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test